কাঠমান্ডুর আকাশে মুখোমুখি সংঘর্ষের হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছিল নেপাল এয়ারলাইনস এবং এয়ার ইন্ডিয়ার বিমান। সেই ঘটনায় তদন্ত কমিটি গঠন করে নেপালের বেসামরিক বিমান পরিবহণ নিয়ন্ত্রক সংস্থা (সিএএএন)। ঘটনার দুদিন পর প্রতিবেদন প্রকাশ করলো ওই কমিটি।
তদন্তে দেখা গেছে, বিমান চলাচলের বিষয়টি যারা দেখভাল করে, সেই এয়ার ট্র্যাফিক কন্ট্রোলের (এটিসি) তিন কর্মীর কর্তব্যে গাফিলতি থাকার কারণেই দুর্ঘটনা ঘটতে চলেছিল।
গত শুক্রবার সকালে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে কাঠমাণ্ডু যাচ্ছিল নেপাল এয়ারলাইনসের এ-৩২০ বিমান।
ওই ঘটনার পর প্রাথমিকভাবে এটিসির পক্ষ থেকে গাফিলতি থাকার কথা জানানো হয়। কেন এত কম ব্যবধানে দুটি বিমানকে যেতে দেওয়া হলো, তা নিয়ে প্রশ্ন ওঠে। ঘটনায় তদন্তে নামে সিএএএন। তারপর সেই প্রতিবেদন প্রকাশ্যে আসতে তিন কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো।
সূত্র : আনন্দবাজার পত্রিকা