কুকুরের কামড়ে আহত শর্ট

পোষা কুকুকের সঙ্গে শর্ট [ফাইল ছবি]

কুকুরের কামড়ে আহত শর্ট

ক্রীড়া ডেস্ক

পোষা কুকুর নিয়ে খেলছিলেন। এই সময় হঠাৎ হাতে কামড় লেগে যায় ডার্চি শর্টের। কুকুরের তীক্ষ্ণ দাঁত বেশ ভালোই দাগ বসিয়েছে তার হাতে। যার ফলে হাতে কয়েকটি সেলাইও দিতে হয়েছে অস্ট্রেলিয়ার হয়ে ৩টি ওয়ানডে আর ১০টি টি-টোয়েন্টি খেলা এই উদ্বোধনী ব্যাটসম্যানকে।

কুকুরের এই কামড়ে দুই সপ্তাহ মাঠের বাইরে কাটাতে হয়েছে ডার্চি শর্টকে। অবশেষে তিনি একটু সুস্থ হয়েছেন। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে মাঠে ফেরার প্রস্তুতিও নিচ্ছেন নতুন ‘ডেভিড ওয়ার্নার’।

চোটের কারণে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া তাদের উদ্বোধনী ম্যাচে পাচ্ছে না মার্কাস স্টয়নিস, ডার্চি শর্ট আর ম্যাথু কেলিকে।

এর মধ্যে শর্টের চোটটাই একটু অদ্ভুত ধরণের। বাকিরা খেলতে গিয়েই চোট পেয়েছেন।

ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া দলের স্পোর্টস সাইন্স ম্যানেজার নিক জোন্স বলেছেন, ‘শর্টের চোটটা দুর্ভাগ্যজনক। দুই সপ্তাহ আগে কুকুরের সঙ্গে খেলছিলেন তিনি। এ সময় কুকুরের খেলনা ধরতে গিয়ে হাতের তালুতে কামড় খান শর্ট। তার হাতের ক্ষতে কয়েকটা সেলাই লেগেছে। চিকিৎসার পর তিনি অবশ্য চলতি সপ্তাহে ব্যাটিংয়ে ফিরেছেন। বলও ধরতে পারছেন। আশা করছি, দ্বিতীয় রাউন্ডে খেলতে পারবেন। ’



সূত্র: নিউজ এইট্টিন, স্পোর্টসকিডা

অরিন▐ NEWS24

সম্পর্কিত খবর