রাজধানীর কাঁটাবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট একযোগে কাজ করে।
সোমবার (২৭ মার্চ) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের সময়ে কাঁটাবন এলাকার কম্পিউটার সিটি সেন্টার নামে একটি শপিং মলে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনে ৪-৫টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনটিতে ইমারজেন্সি এক্সিট পর্যাপ্ত নেই।
প্রত্যক্ষদর্শীরা জানান, একটি দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আশপাশে ছড়িয়ে পড়ে আগুন। আগুনের ভয়াবহতা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা তাদের।