কাঁটাবনের আগুন নিয়ন্ত্রণে, ৬ জনকে জীবিত উদ্ধার

কাঁটাবনের আগুন নিয়ন্ত্রণে, ৬ জনকে জীবিত উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কাঁটাবনের আগুন নিয়ন্ত্রণে এসেছে। রাত ৯টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসার বিষয়টি নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস। ভয়াবহ এ অগ্নিকাণ্ডে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট একযোগে কাজ করে।

সোমবার (২৭ মার্চ) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটের সময়ে কাঁটাবন এলাকার কম্পিউটার সিটি সেন্টার নামে একটি শপিং মলে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস।

খবর পেয়ে ১ম ইউনিটটি সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। অবস্থা নিয়ন্ত্রণের বাইরে যেতে থাকলে একে একে যোগ দেয় ফায়ার সার্ভিসের আরও ৯টি ইউনিট।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আগুনে ৪-৫টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। ভবনটিতে ইমারজেন্সি এক্সিট পর্যাপ্ত নেই।

ফলে আগুনে ক্ষয়ক্ষতি আরও বাড়তে পারে বলে আশঙ্কা। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি দোকান থেকে প্রথমে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তেই আশপাশে ছড়িয়ে পড়ে আগুন। আগুনের ভয়াবহতা আরও বৃদ্ধি পেতে পারে বলে আশঙ্কা তাদের।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক