দামি পাঞ্জাবির ক্রেতা কম

সংগৃহীত ছবি

দামি পাঞ্জাবির ক্রেতা কম

রিফাত তাসনুভা

ঈদুল ফিতরে ছেলেদের ঈদ পোশাকের মধ্যে চাহিদার শীর্ষে থাকে পাঞ্জাবি। তাই ফ্যাশন হাউজগুলো ক্রেতাদের ভিন্ন ভিন্ন চাহিদার কথা মাথায় রেখে সব ধরনের পাঞ্জাবির কালেকশন রাখেন। রমজানের শুরু থেকেই রাজধানীর বিভিন্ন বিপণিবিতানের পাঞ্জাবির শো-স্পেসগুলোয় তাই সময় নিয়ে কেনাকাটায় ব্যস্ত ক্রেতারা। এবার দামি পাঞ্জাবির চেয়ে মাঝারি দামের পাঞ্জাবির চাহিদা বেশি।

 

ঈদুল ফিতর মানেই নতুন পোশাক পরার আনন্দ। আর সব বয়সী ছেলেদের জন্য ঈদের সকালটা শুরু হয় পাঞ্জাবি দিয়েই। তাই প্রতিবারের মতো এবারও ফ্যাশন হাউজগুলো প্রাধান্য দিয়েছে ছেলেদের রকমারি পাঞ্জাবিতে।

বেশিরভাগ বিপণি বিতানে আছে সুতি, অ্যান্ডি সিল্ক, কাতানের ওপর হাতের কাজ।

কারচুপি, ব্লক প্রিন্টের নানান রঙ আর কাটিংয়ের পাঞ্জাবি। তার সাথে আছে মানানসই কটিও। পাঞ্জাবির পাশাপাশি কাবলি সেটগুলোও ক্রেতাদের নজর কেড়েছে।

শিশুদের পাঞ্জাবির ক্ষেত্রে রঙ আর ফেব্রিক্সের ওপর বেশি নজর দেন ডিজাইনাররা। আর এবারের ঈদ গরমে হওয়ায় পোশাক বাছাইয়ের ক্ষেত্রে আরামের দিকটি মাথায় রাখছেন ক্রেতারা।

আর খুব দামি পাঞ্জারির চেয়ে মিড রেঞ্জের পাঞ্জাবিগুলোই ক্রেতা চাহিদার শীর্ষে রয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

news24bd.tv/আইএএম