চলতি অর্থবছরে রাজস্ব আদায় কম হতে পারে ৭৫ হাজার কোটি টাকা: সিপিডি

চলতি অর্থবছরে রাজস্ব আদায় কম হতে পারে ৭৫ হাজার কোটি টাকা: সিপিডি

অনলাইন ডেস্ক

চলতি অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে ৭৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায় কম হওয়ার শঙ্কার কথা জানিয়েছে সিপিডি। রাজধানীর ধানমন্ডিতে বাজেট সুপারিশ নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ শঙ্কার কথা জানান সিপিডির নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন। তিনি বলেন, যারা বেশি আয় করে তাদের ওপর করের হার বাড়ানো প্রয়োজন।  

গবেষকরা বলেন, বাজার নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপ কোনো কাজে আসছে না।

কয়েকটি গোষ্ঠী বাজারকে অস্থির করে রেখেছে। শুধু তাই নয়, বর্তমান মূল্যস্ফীতির সাথে মিল রেখে বেসরকারি খাতে বেতন বৃদ্ধির পরামর্শ আসে সিপিডির কাছ থেকে। এছাড়া করমুক্ত আয়ের সীমা সাড়ে তিন লাখ টাকা করার দাবিও জানায় সিপিডি।  

সংবাদ সম্মেলনে ব্যাংক কমিশন গঠন, জ্বালানি খাতে ভর্তুকি কমিয়ে কৃষি খাতে অব্যাহত রাখার পরামর্শও দেন সিপিডির গবেষকরা।

news24bd.tv/আইএএম