বিএনপিকে চিঠি দেওয়ার পেছনে সরকারের কোনো কূটকৌশল নেই: সিইসি

সংগৃহীত ছবি

বিএনপিকে চিঠি দেওয়ার পেছনে সরকারের কোনো কূটকৌশল নেই: সিইসি

নিজস্ব প্রতিবেদক

বিএনপিকে চিঠি দেওয়ার পেছনে সরকারের কোনো কূটকৌশল নেই জানিয়ে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছেন, ‘সংলাপ নয়, বিএনপির সঙ্গে আলোচনার জন্য আহ্বান জানানো হয়েছে। ’ মঙ্গলবার (২৮ মার্চ) নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।  

গত বৃহস্পতিবার বিএনপিকে আলোচনার আমন্ত্রণ জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি পাঠানোর সিদ্ধান্তের কথা সবার আগে জানায় নিউজ টুয়েন্টি ফোর। যা ওইদিন সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে জানায় নির্বাচন কমিশনার আহসান হাবিব খান।

এরপর নির্বাচন কমিশনের আমন্ত্রণ অনানুষ্ঠানিকভাবে প্রত্যাখ্যান করেন বিএনপি নেতারা। সরকারের কূটকৌশলের অংশ হিসেবে ইসি এই চিঠি পাঠিয়েছে বলেও অভিযোগ করেন দলটির নেতারা। এর মাঝে বিএনপি মহাসচিব জানান, দলের পরবর্তী স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

মঙ্গলবার নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের প্রধান নির্বাচন কমিশনার বলেন, বিদেশি কিংবা কারোর চাপে নয়, কমিশন নিজের তাগিদে বিএনপিকে আমন্ত্রণ জানিয়েছে।

দলটির পক্ষ থেকে এজেন্ডা ঠিক করে দিলে তা নিয়ে আলোচনা হতে পারে।

কমিশনের আমন্ত্রণের বিষয়ে গণমাধ্যম নয়, বিএনপি চিঠি দিয়েই উত্তর জানাবে বলে প্রত্যাশার কথা জানান সিইসি। সরকারের আজ্ঞাবহ হয়ে কমিশন কাজ করে না বলেও দাবি করেন হাবিবুল আউয়াল। ।

শুধু বিএনপি নয়, বর্তমান কমিশনের দুই দফা সংলাপে সাড়া না দেওয়া অন্যান্য নিবন্ধিত দলকেও চিঠি দিয়েছে কমিশন।

news24bd.tv/আইএএম