পটুয়াখালীতে দশম শ্রেণির দুই শিক্ষার্থীকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪

সংগৃহীত ছবি

পটুয়াখালীতে দশম শ্রেণির দুই শিক্ষার্থীকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ৪

অনলাইন ডেস্ক

পটুয়াখালীর বাউফলে ১০ম শ্রেণির দুই শিক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় প্রধান আসামি রায়হানসহ চারজনকে গ্রেপ্তার  করেছে র‌্যাব-৩। মঙ্গলবার (২৮ মার্চ) রাজধানীর কাওরান বাজারে সংবাদ সম্মেলনে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানান।  

২২ মার্চ পটুয়াখালীর বাউফলে ১০ম শ্রেণির দুই শিক্ষার্থী মারুফ ও নাফিসকে কিশোর গ্যাংয়ের সদস্যরা ছুরিকাঘাত করে। পরে তারা দুইজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

এ ঘটনায় সিয়াম আহত হন।

খন্দকার আল মঈন জানান, এ ঘটনায় দায়ের করা মামলায় ৬ জনকে আসামি করা হয়। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, রায়হান একটি কিশোর গ্যাং চালাতো।

তারা নবম ও দশম শ্রেণির ছাত্র। তারা ছোটখাট বিষয়ে একাধিকবার দ্বন্দ্ব জড়ায়। এ ঘটনার পর তারা আত্মগোপনে চলে যায়। রায়হান একাই তিন জনকে ছুরিকাঘাত করে।

news24bd.tv/আইএএম