দেশে চিকিৎসা সরঞ্জাম উৎপাদন খাতের শীর্ষ প্রতিষ্ঠান জেএমআই গ্রুপের বিরুদ্ধে বিভিন্ন ধরণের সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকা কেএন৯৫ কিংবা এন৯৫ মাস্ক তৈরিতে দুর্নীতি সংক্রান্ত সকল তথ্য আদালতের আদেশ প্রাপ্তির তিনদিনের মধ্যে সরিয়ে দিতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) নির্দেশনা দিয়েছেন উচ্চ আদালত।
আজ মঙ্গলবার (২৮ মার্চ ২৮) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ নির্দেশনা দেন। গত ১৩ মার্চ এ সংক্রান্ত নির্দেশনা চেয়ে রিট করেন জেএমআই গ্রুপের আইনজীবী ড. মো. শাহজাহান।
করোনার সময়ে ২০২০ সালের ২৯ সেপ্টেম্বর কেএন৯৫ মাস্ক সরবরাহে কেলেঙ্কারির অভিযোগে জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক এবং জেএমআই হসপিটাল রিক্যুইজিট ম্যানুফ্যাকচারিং লিমিটেডের চেয়ারম্যান মো. আবদুর রাজ্জাকসহ মোট সাতজনের বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
জেএমআই গ্রুপের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক মো. আবদুর রাজ্জাক বলেন, ‘মামলার পরবর্তীতে দুদক দেখেছেন যে, আমাদের কোন সংশ্লিষ্টতা নেই। এখন তারা খুশি হয়ে এই মামলা থেকে আমাদের অব্যহতি দিয়েছেন।
জেএমআই গ্রুপের আইনজীবি ড. মো. শাহজাহান বলেন, ‘এই গ্রুপের কোন অন্যায় ছিল না বা কোন অপরাধও ছিল না। সেই সময় কিছু মানুষ ভুল বুঝে বা অতি উৎসাহী হয়ে সোস্যাল মিডিয়ায় নানা বাজে তথ্য প্রচার করেছে। ’