সৌদি আরবে বাস দুর্ঘটনা: নিহত ২০ জনের ৮ জনই বাংলাদেশি

সংগৃহীত ছবি

সৌদি আরবে বাস দুর্ঘটনা: নিহত ২০ জনের ৮ জনই বাংলাদেশি

অনলাইন ডেস্ক

সৌদি আরবের আসির প্রদেশে গতকাল সোমবার ওমরাহ যাত্রী বহনকারী একটি বাস উল্টে আগুন ধরে গেলে কমপক্ষে ২০ জন নিহত হন। এ দুর্ঘটনায় আহত হন আরও ২৯ জন।

আজ মঙ্গলবার (২৮ মার্চ) সৌদির বাংলাদেশ দূতাবাস নিশ্চিত করেছে, নিহত সেই ২০ জনের মধ্যে ৮ জনই বাংলাদেশি। তবে নিহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, ব্রেক কাজ না করায় একটি সেতুর ওপর উল্টে গিয়ে বাসটিতে আগুন ধরে যায়। আসির প্রদেশ ও আবহা শহরের সংযোগ সড়কে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা ওমরাহ পালন করতে মক্কায় যাচ্ছিলেন।

খবর পেয়ে সৌদি আরবের সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্ট কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছায় এবং দুর্ঘটনাস্থলে সাধারণের প্রবেশ বন্ধ করে দেয়।

হতাহতদের নিকটস্থ হাসপাতালগুলোতে পাঠানো হয়।

এদিকে, জেদ্দা থেকে ১২০ কিলোমিটার দূরের আসির প্রদেশের ঘটনাটি ইসলামের পবিত্রতম শহর মক্কা ও মদিনায় নিরাপদে যাওয়ার বিষয়টিকে কার্যত চ্যালেঞ্জে ফেলে দিয়েছে। রমজানে বহু মানুষ ওমরাহ করতে মক্কায় যাচ্ছেন এবং হজের আর মাত্র কয়েক মাস বাকি, এমন সময়ে এ ঘটনা ঘটল।

news24bd.tv/SHS

এই রকম আরও টপিক