১৬ মিনিটেই মেসির ৩, আর্জেন্টিনার ৫

সংগৃহীত ছবি

১৬ মিনিটেই মেসির ৩, আর্জেন্টিনার ৫

অনলাইন ডেস্ক

আর্জেন্টিনার জার্সি গায়ে ২০ মিনিটে করলেন শততম গোল। এরপর মাত্র ১৬ মিনিটের ব্যবধানে করলেন হ্যাটট্রিক। লিওনেল মেসির ঝড়ে প্রথমার্ধেই বিধ্বস্ত কুরাসাও। এ প্রতিবেদন লেখার সময় প্রথমার্ধ শেষে কুরাসাওয়ের জালে ৫ গোল দিয়েছে আর্জেন্টিনা।

আর্জেন্টিনার হয়ে অপর গোল দুটি করেছেন নিকো গনজালেস ও এনজো ফার্নান্দেজ।

আজ বুধবার ভোরে ফিফা প্রীতি ম্যাচে স্তাদিও ইউনিকো মাদরে দে সিউদাদেসে গোলের সেঞ্চুরির রেকর্ডটি মাথায় নিয়েই খেলতে নামেন মেসি। ১৩তম মিনিটেই মাইলফলকটি স্পর্শ করতে পারতেন তিনি। তবে গনজালো মন্টিয়েলের বাড়ানো বলে তার নেওয়া ডান পায়ের জোরালো শট ঠেকিয়ে দেন কুরাসাও গোলরক্ষক এলোয় রুম।

সে যাত্রায় পারলেও ২০তম মিনিটে  পারেননি তিনি। জিওভানি লো সেলসোর বাড়ানো বল দারুণভাবে নিয়ন্ত্রণ নিয়ে প্রতিপক্ষের দুই ডিফেন্ডারকে ফাঁকি দিয়ে জালে পাঠান মেসি।

কুরাসাওয়ের বিপক্ষে গোলখাতা খুলেই আর্জেন্টিনার হয়ে গোলের সেঞ্চুরি করেন মেসি। ইরানের আলী দাই ও পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর পর তৃতীয় ফুটবলার হিসেবে আন্তর্জাতিক ফুটবলে শততম গোলের মাইলফলক স্পর্শ করলেন মেসি।

মেসির গোলের পরেই রক্ষণ বাঁধ ভাঙে কুরাসাওয়ের। ২২তম মিনিটে মিনিটে গোল করেন নিকো গনজালেস। যদিও আগের মিনিটেই গোল পেতে পারতেন তিনি। মেসি বাড়ানো বলে তার নেওয়া শট ঠেকিয়ে দেন গোলরক্ষক। কর্নার পায় আর্জেন্টিনা। সেই কর্নার থেকেই হেরমান পেৎসেলার হেড গোললাইন থেকে ফিরে আসার পর ফিরতি হেডে বল জালে পাঠান নিকো।

আর্জেন্টিনার তৃতীয় গোলের দেখা পায় ৩৩ মিনিটে। দলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন মেসি। নিকোর পাস থেকে আবারও ঠাণ্ডা মাথার ফিনিশে গোল করেন মেসি। পরের মিনিটে মেসি নিজেই গোলের জন্য বাড়ান বল। ডি বক্সের মধ্যে থেকে তিনি বাইরে থাকা এনজো ফার্নান্দেজকে বল বাড়ান। বল আসতেই এনজোর বিদ্যুৎ গতির শট খুঁজে নেয় জাল।

এনজোর গোলের রেশ না কাটতেই মেসি করে ফেলেন হ্যাটট্রিক। মাঝমাঠ থেকে লো সেলসোর বুদ্ধিদীপ্ত চিপ খুঁজে নেয় মেসিকে। বল নিয়ে অনেকটুকু দৌড়েই আন্তর্জাতিক ফুটবলের নবম হ্যাটট্রিক সারেন এই কিংবদন্তি।

news24bd.tv/SHS