ফরিদপুর বাজুসের ২৩ সদস্য নির্বাচিত 

সংগৃহীত ছবি

ফরিদপুর বাজুসের ২৩ সদস্য নির্বাচিত 

ফরিদপুর প্রতিনিধি

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েন (বাজুস) এর ফরিদপুর জেলা শাখার সদস্য পর্যায়ের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ মার্চ) অনুষ্ঠিত ওই ভোটে ২৩ জন সদস্য নির্বাচিত হয়েছেন। এই ২৩ সদস্য আগামী ৩ দিনের মধ্যে নির্বাচনের মাধ্যমে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করবেন। এর মধ্য দিয়ে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

 

মঙ্গলবার সকাল ৯টা হতে বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে বিকাল ৪টা পর্যন্ত। আধঘণ্টা বিরতি শেষে ভোট গণনা শুরু হয়। ভোট গণনা শেষে রাত সাড়ে ১১টায় নির্বাচনের ফল ঘোষণা করেন বাজুসের সাবেক সভাপতি ডা. দিলীপ রায়।  

নির্বাচনে ২৩টি পদের বিপরীতে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করেন।

আর তাদের নির্বাচিত করতে ২১২ জন ভোটাধিকার প্রয়োগ করেন। তবে অসতর্কতার কারণে নির্ধারিত প্রার্থীর চেয়ে বেশি ভোট প্রদান করায় ৬টি ব্যালট বাতিল করে নির্বাচন কমিশনার।

এবারের দ্বি-বার্ষিক নির্বাচনে ২১২ ভোটের মধ্যে ১৯৫ ভোট পেয়ে প্রথম নির্বাচিত সদস্য পদ লাভ করেন বাবু রাম, ১৯৩ ভোট পেয়ে দ্বিতীয় শংকর দত্ত, ১৮৯ ভোট পেয়ে তৃতীয় সদস্য নির্বাচিত হন নন্দ কুমার বড়াল, তাপস কুমার দত্ত ১৭৫ ভোট, শ্যামল কর্মকার-১৬২ ভোট, স্বপন কুমার কর্মকার-১৬০ ভোট, গৌরাঙ্গ কর্মকার ১৫৩ ভোট, বুবোধ দে ১৪৭ ভোট, সজয় কর্মকার ১৪৬ ভোট, দীপক কুমার আঢ্য ১৪১ ভোট, বি ু পদ কর্মকার-১৪০ ভোট, বিশ্বজিৎ সরকার ১৩৯ ভোট, সুজন পোদ্দার ১৩৯ ভোট, উসতিয়াক আহমেদ লেলিন ১৩৫ ভোট, বাদশা দত্ত ১৩৩ ভোট, পলাশ দত্ত-১২৬ ভোট, নিমাই বকসী ১২১ ভোট, সুমন কর্মকার ১২১ ভোট, বলাই দাস ১২১ ভোট, মানিক দত্ত ১১৮ ভোট, পলাশ পাল ১১৭ ভোট এবং ১১৪ ভোট পেয়ে ২৩তম সদস্য নির্বাচিত হন গোবিন্দ কর্মকার।  

ফরিদপুরে প্রথমবারের মতো বাজুসের নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় নির্বাচিত সদস্য ও সমর্থকরা আবির খেলায় মেতে উঠে। পরে আন্দ মিছিল করে শহরের প্রধান সড়কে।

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশসের সভাপতি সায়েম সোবহান আনভীরের নেতৃত্বে দেশের সব জেলার স্বর্ণ ব্যবসায়ীদের একত্রিক করতে সারা দেশে সুষ্ঠুভাবে নির্বাচন করা হচ্ছে।

এই রকম আরও টপিক