চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের ধাক্কায় অজ্ঞাত এক নারী (৬০) নিহত হয়েছেন। আজ মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের বারোঘোরিয়া চামাগ্রামে এ ঘটনা ঘটে। নিহত নারীর পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যাক্ষদর্শীরা জানান, বৃদ্ধ নারী রাস্তা পার হওয়ার সময় বেপরোয়া গতির একটি ট্রাক তাকে চাঁপা দিয়ে পালিয়ে যায়।
হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ফরহাদ আকিদ রেহমান জানান, হাসপাতালে আসার আগেই বৃদ্ধার মৃত্যু হয়েছে। মরদেহ হাসপাতালেই রাখা আছে।
চাঁপাইনবাবাগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) জালাল উদ্দীন জানান, নিহত নারীর পরিচয় শনাক্ত ও ঘাতক ট্রাক আটকের চেষ্টা চলছে।
news24bd.tv/আইএএম