পানামার পর ফিফা প্রীতি ম্যাচে কুরাসাওকেও হারালো আর্জেন্টিনা। শুধু হারালো বললে ভুল হবে। কুরাসাওকে রীতিমতো উড়িয়ে দিয়েছে বিশ্ব চ্যাম্পিয়নরা। আজ বাংলাদেশ সময় বুধবার ভোরে লিওনেল মেসির হ্যাটট্রিকে কুরাসাওকে ৭-০ গোলের বিশাল ব্যবধানে হারায় আর্জেন্টিনা।
ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জয়ের পর টানা দুই প্রীতি ম্যাচে জয়। সেটাও কোনো গোল হজম না করে। বিশ্ব চ্যাম্পিয়নরা তাই উঠতে যাচ্ছে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষে। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ‘ক্লারিন’ জানিয়েছে এ খবর।
ফিফার র্যাঙ্কিংয়ে স্কোরিং সিস্টেম বেশ জটিল। অতীত পারফরম্যান্স, র্যাঙ্কিংয়ে অবস্থান, বিশ্বকাপে অংশ নেওয়ার পাশাপাশি আরও কিছু বিষয় বিবেচনা করা হয়। ক্লারিন জানিয়েছে, এ হিসাবে মরক্কোর কাছে ২-১ গোলের হারে র্যাঙ্কিংয়ে ৬.৫ পয়েন্ট হারিয়েছে ব্রাজিল। বর্তমানে ১৮৪০.৭৭ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকা ব্রাজিল ১৮৩৪.২ পয়েন্ট নিয়ে ফিফার পরবর্তী র্যাঙ্কিং তালিকায় তিনে নেমে যাবে বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।
ফিফা র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার বর্তমান পয়েন্ট ১৮৩৮.৩৮। পানামার বিপক্ষে ২-০ গোলের জয়ে আর্জেন্টিনা পেয়েছে ১.৫২ পয়েন্ট, এরপর কুরাসাওয়ের বিপক্ষে ৭ গোলের জয়ে পেয়েছে আরও ১.০৪ পয়েন্ট। সব মিলিয়ে ফিফার পরবর্তী র্যাঙ্কিংয়ে মোট ১৮৪০.৯৪ পয়েন্ট নিয়ে আর্জেন্টিনা শীর্ষে উঠবে বলে জানিয়েছে ক্লারিন।
দুইয়ে উঠে আসবে ফ্রান্স। ইউরো বাছাইপর্বে নেদারল্যান্ডসের বিপক্ষে ৪-০ গোলে জয়ের পর আয়ারল্যান্ডকে ১-০ গোলে হারিয়েছে দিদিয়ের দেশমের দল। এখন ১৮২৩.৩৯ পয়েন্ট নিয়ে তৃতীয় ফ্রান্স পরবর্তী হালনাগাদ র্যাঙ্কিংয়ে মোট ১৮৩৮.৪৫ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে আসবে।
ছেলেদের ফুটবলে ফিফা র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা সর্বশেষ শীর্ষ স্থানে ছিল ২০১৬ সালে। তখন আর্জেন্টিনা দলের কোচ ছিলেন এদগার্দো বাউজা। সে বছর এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত আর্জেন্টিনার কোচের দায়িত্বে ছিলেন তিনি। ১৫ ম্যাচের মধ্যে ১০টি জিতেছিলেন বাউজা।
news24bd.tv/SHS