সাংবাদিক শামসুজ্জামানের গ্রেপ্তারের বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

সংগৃহীত ছবি

সাংবাদিক শামসুজ্জামানের গ্রেপ্তারের বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক

ফুল বিক্রেতা জাকিরের বিষয়ে নিউজ করা প্রথম আলোর রিপোর্টার শামসুজ্জামানকে তুলে নিয়ে যাওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘আইন আইনের গতিতে চলে এবং চলবে। কেউ কারোর বিরুদ্ধে সংক্ষুব্ধ হলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতেই পারে। ’

বুধবার (২৯ মার্চ) সচিবালয়ে বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রের মান উন্নয়নের জন্য সরকারি অনুদানের চেক বিতরণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।  

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রথম আলোর রিপোর্টারের বিরুদ্ধে একটি মামলা হয়েছে সেটা শুনেছি, তবে কে বা কারা মামলা করেছে সেটা এখনও জানি না।

তবে স্বাধীনতার মাসে তারা যে নিউজটি করেছে, এটা নিয়ে যে কেউ সংক্ষুব্ধ হতে পারে। দেশবিরোধী এমন নিউজ করা তাদের ঠিক হয়নি।  

আসাদুজ্জামান খান কামাল বলেন, সারাদেশে ৮২টি বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্রকে ২ কোটি ৫০ লাখ টাকা অনুদান দেওয়া হলো। মাদকের চাহিদা ও সাপ্লাই কমানোর পাশাপাশি যাতে এর ক্ষতিকর প্রভাব থেকে তরুণদের বাঁচানো যায় সে জন্য সরকার সচেতন।

 

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্সের বিরুদ্ধে কাজ করছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এ জন্য সরকারি নিরাময় কেন্দ্রের পাশাপাশি বেসরকারি নিরাময় কেন্দ্রের জন্যও কাজ করা হচ্ছে।

news24bd.tv/আইএএম