আশরাফুলের রেকর্ড ভেঙে নতুন কীর্তি লিটনের

আশরাফুলের রেকর্ড ভেঙে নতুন কীর্তি লিটনের

অনলাইন ডেস্ক

বেন হোয়াইটের বলে সিঙ্গেল নিয়ে ফিফটি পূর্ণ করলেন লিটন। মাইলফলকে যেতে তাঁর লাগল ১৮ বল। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই এখন বাংলাদেশের দ্রুততম ফিফটি। লিটন ভাঙলেন মোহাম্মদ আশরাফুলের ১৬ বছরের পুরোনো ২০ বলে ফিফটির রেকর্ড, ২০০৭ সালে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সে রেকর্ড গড়েছিলেন তিনি।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বুধবার (২৯ মার্চ) দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস হেরে ব্যাট করছে বাংলাদেশ। বৃষ্টির কারণে ১ ঘণ্টা ৪০ মিনিট পরে শুরু হওয়া ম্যাচের দৈর্ঘ কমে নেমে এসেছে ১৭ ওভারে। তাই শুরু থেকেই চালিয়ে খেলছেন দুই ওপেনার লিটন দাস ও রনি তালুকদার। মাত্র ৩.৩ ওভারে দলীয় অর্ধশতক পূর্ণ করে বাংলাদেশ।

ব্যাটটাকে খাপছাড়া তরবারিতে পরিণত করে বেশি চড়াও হন লিটন। মাত্র ১৮ বলে ৫ চার ও ৩ ছয়ে অর্ধশতক পূর্ণ করেন এই উইকেটকিপার ব্যাটার।

এর মধ্য দিয়ে মোহাম্মদ আশরাফুলের ষোলো বছর পুরনো রেকর্ড ভাঙল লিটন। ২০০৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাত্র ২০ বলে অর্ধশতক হাঁকিয়েছিলেন আশরাফুল। লিটন দুই বল কম খেলেই পেয়ে গেলেন অর্ধশতক।

এই রকম আরও টপিক