র‍্যাব হেফাজতে মৃত্যু: বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি

সংগৃহীত ছবি

র‍্যাব হেফাজতে মৃত্যু: বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি

নিজস্ব প্রতিবেদক

নওগাঁয় র‍্যাব হেফাজতে সুলতানা জেসমিনের মৃত্যুর ঘটনায় একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন আইন ও সালিশ কেন্দ্র (আসক)।

বুধবার (২৯ মার্চ) আসকের কার্যালয়ে সংবাদ সম্মেলনে করে সংগঠনটি। বিচারহীনতার যে সংস্কৃতি বিরাজ করছে তাতে বাংলাদেশে চরম মানবাধিকার লঙ্ঘন হচ্ছে জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, মৃত্যুর আগে সুলতানার হৃদরোগ, ডায়াবেটিকসহ কোন ধরনের রোগে আক্রান্ত ছিলেন না।

আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক নুর খান লিটন অভিযোগ করেন, শুধু নওগাঁর ঘটনা নয়, বিগত দিনেও একই পদ্ধতিতে র‍্যাব অনেককে তুলে নিয়ে যায় বলে অভিযোগ করে সংগঠনটি।

মৃত্যুর আগে থানায় কোনো মামলা না থাকলেও র‍্যাব সুলতানাকে আটক করেছে। আদালতে জমা দেয়া সুরতহাল প্রতিবেদন নিয়েও সন্দেহ প্রকাশ করেন সংগঠনটি।

তদন্ত কার্যক্রম পুলিশের মাধ্যমে চালানোর উচিত জানিয়ে সুলতানার পরিবারকে ক্ষতিপূরণ ও নিরাপত্তা দেয়ার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক