অনাহারী ও বেকারের সংখ্যা নিয়ে ভিন্ন তথ্য

অনাহারী ও বেকারের সংখ্যা নিয়ে ভিন্ন তথ্য

নিজস্ব প্রতিবেদক

দেশে বেকারের সংখ্যা কমে ২৬ লাখ ৩০ হাজারে দাঁড়িয়েছে। গত পাঁচ বছরে বেকার মানুষের সংখ্যা কমেছে ৭০ হাজার। বুধবার শ্রমশক্তি জরিপ ২০২২-এর ত্রৈমাসিক ফল প্রকাশ অনুষ্ঠানে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এ তথ্য প্রকাশ করেছে।

আইএলও'র মানদণ্ড অনুযায়ী কোন ব্যক্তি সপ্তাহে অন্তত ১ ঘণ্টা কাজ করলেও তাকে বেকার হিসেবে ধরা হয়নি জরিপে।

পাঁচ বছর পর অনুষ্ঠিত হয়েছে এ জরিপ। এবারই প্রথম জরিপের ত্রৈমাসিক অস্থায়ী ফল প্রকাশ হলো।

জরিপ অনুযায়ী, দেশে বর্তমানে কর্মক্ষম মানুষের সংখ্যা ৭ কোটি ৩৪ লাখ। এর মধ্যে পুরুষ ৪ কোটি ৭৪ লাখ আর নারী শ্রমজীবী মানুষের সংখ্যা আড়াই কোটির বেশি।

এরপরও দেশে কর্মহীন মানুষের সংখ্যা ২৬ লাখ ৩০ হাজার।

এম এ মান্নান জানিয়েছেন, দেশে ৭ কোটি কর্মক্ষম মানুষের মধ্যে কৃষি সেক্টরে কাজ করছে ৩ কোটি ২২ লাখ মানুষ। যা শিল্প ও সেবা খাতের চেয়ে বেড়েছে।

পরিকল্পনা প্রতিমন্ত্রী শামসুল আলম জানান, দেশে বর্তমানে পুরুষ বেকারের সংখ্যা ৩ কোটির বেশি। তবে সবশেষ জরিপের তুলনায় নারী ও পুরুষ বেকারের সংখ্যা কমেছে।

আংশিক প্রতিবেদন প্রকাশ করলেও পূর্ণাঙ্গ প্রতিবেদনে জরিপের প্রকৃত ফল পরিবর্তন হতে পারে বলছে পরিসংখ্যান ব্যুরো।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক