বেশি দামে মুরগি বিক্রি, ডিলারের জরিমানা

বেশি দামে মুরগি বিক্রি, ডিলারের জরিমানা

শেখ আহসানুল করিম, বাগেরহাট

বাগেরহাটে নির্ধারিত মূল্যের বেশি দামে মুরগির বাচ্চা বিক্রির অভিযোগে নারায়ন চন্দ্র দে নামে এক ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বুধবার দুপুরে শহরের পিয়াজ পট্রিতে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বাগেরহাট ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইমরান হোসেন এ তথ্য নিশ্চিত করে জানান, মিজান নামে একজন ক্রেতার অভিযোগের ভিত্তিতে বাগেরহাট শহরের পেঁয়াজ পট্রিতে অভিযান চালায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। ওই ক্রেতার কাছ থেকে বাচ্চা প্রতি ১৪ টাকা বেশি দাম রাখায় আদর্শ ফিড কর্নারকে ভোক্তা অধিকার আইনে ২০ হাজার জরিমানা করা হয়।

এ সময় বাগেরহাট সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. ইমরান হোসেন উপস্থিত ছিলেন।

news24bd.tv/তৌহিদ

এই রকম আরও টপিক