কর্মকর্তার নাম ভাঙিয়ে প্রতারণা, প্রধান আসামি গ্রেপ্তার

কর্মকর্তার নাম ভাঙিয়ে প্রতারণা, প্রধান আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

রাজশাহীতে সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তার নাম ভাঙিয়ে প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাৎকারী চক্রের প্রধান আসামি মো. আল আমিনকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আল আমিন চাঁদপুর জেলার হাইমচর থানার নুরুল ইসলামের ছেলে।

মঙ্গলবার (২৮ মার্চ) বিকেলে রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র‌্যাব-৩।

বুধবার (২৯ মার্চ) র‍্যাবের পরিচালকের পক্ষে সিনিয়র সহকারী পুলিশ সুপার ফারজানা হকের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, র‌্যাব সদর দফতরের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৩ এর একটি আভিযানিক দল মঙ্গলবার বিকেলে রাজধানীর শাহজাহানপুর এলাকায় অভিযান চালায়। একজন সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তার নামে ভুয়া ফেসবুক আইডি খুলে প্রতারণামূলকভাবে অর্থ আত্মসাৎ সংক্রান্ত মামলার আত্মসাৎকারী চক্রের এক নম্বর আসামি আল আমিনকে গ্রেপ্তার করে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আল আমিন ওই প্রতারক চক্রের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এই চক্রটি রাজশাহী বিভাগীয় কমিশনারের কার্যালয়ে কর্মরত যুগ্ম সচিব মো. এনামুল হকের নাম পরিচয় ব্যবহার করে ফেইক ফেসবুক আইডি থেকে চাকরি প্রত্যাশি বেকার যুবকদের কাছ থেকে সরকারি চাকরি পাইয়ে দেয়ার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ করেছে।

চক্রের অন্যান্য সহযোগীদের গ্রেপ্তারে র‌্যাবের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে।

গত ২৩ মার্চ এ ঘটনায় মামলা হয়েছে। মামলার আরেক আসামি নওগাঁর ইউনিয়ন ভূমি অফিসের অফিস সহকারী সুলতানা জেসমিন এর আগে র‍্যাব হেফাজতে মারা যান।

news24bd.tv/কেআই