শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে পোপ ফ্রান্সিস

সংগৃহীত ছবি

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে পোপ ফ্রান্সিস

অনলাইন ডেস্ক

শ্বাসতন্ত্রের সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। তাকে কয়েকদিন হাসপাতালে থাকতে হবে বলে ভ্যাটিকানের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। খবর বিবিসির।  

বিবৃতিতে বলা হয়েছে, ৮৬ বছর বয়সী ধর্মগুরুর শ্বাসকষ্ট থাকলেও করোনা ভাইরাসে আক্রান্ত হননি তিনি।

তাকে কয়েকদিন যথাযথ চিকিৎসা নিতে হবে।  

এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত একটি সূত্র বিবিসিকে জানিয়েছে, ধারণা করা হচ্ছে পোপ ফ্রান্সিসের ঘনিষ্ঠ স্টাফ এবং তার নিরাপত্তা রক্ষী আজ রাতে গেমেলি হাসপাতালে থাকবেন।

পোপ ফ্রান্সিস বর্তমানে বছরের সবচেয়ে ব্যস্ত সময় পার করছেন, ইস্টার উইকএন্ডের আগে তার অনেক ইভেন্ট এবং পরিষেবামূলক কার্যক্রম নির্ধারিত করা আছে এবং এপ্রিলের শেষে তার হাঙ্গেরি সফরে যাওয়ার কথা আছে। গতকাল বুধবার সকালে, তিনি সেন্ট পিটার্স স্কোয়ারে তার সাপ্তাহিক সাধারণ দর্শকদের সভাপতিত্ব করেন।

ভ্যাটিকান থেকে প্রাথমিকভাবে বলা হয়, পোপ পূর্ব নির্ধারিত চেক-আপের জন্য হাসপাতালে গিয়েছিলেন।

এদিকে অসুস্থ পোপের সুস্থতা কামনা শুভকামনা জানিয়েছেন অনেকে। পোপ ফ্রান্সিসের সুস্থতার জন্য ‘বেশি করে’ প্রার্থনা করার আবেদন জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।  

news24bd/ARH