কিশোরগঞ্জের পর এবার ব্রাহ্মণবাড়িয়া নাসিরিনগর ও আখাউড়ায় বজ্রপাতে কৃষকসহ চারজনের মৃত্যু হয়েছে। রোববার (১১ মে) দুপুরে নাসিরনগর সদর ইউনিয়নের টেকানগর গ্রামে এবং একই উপজেলার গোকর্ণ ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায় ও আখাউড়ায় এ সব বজ্রপাতের ঘটনা ঘটে। তাদের মধ্যে তিনজন হলেন- নাসিরনগর সদর ইউনিয়নের টেকানগর গ্রামের আব্দুর রাজ্জাক (৩৫), আখাউড়ার শেখ সেলিম মিয়া (৬০) ও জামির খাঁ (২২)। অরেকজনের পরিচয় জানা যায়নি। পুলিশ ও স্থানীয়রা জানান, দুপুরের পর থেকে উত্তরের আকাশ ঘন কালো হয়ে হালকা থেকে মাঝারি আকারের বৃষ্টিপাত শুরু হয়। সেইসঙ্গে আকাশে বিজলিসহ বজ্রপাত শুরু হয়। ধানকাটার মৌসুম হওয়ায় কৃষকরা জমিতে ধান কাটছিলেন। এ সময় নাসিরনগর সদর ইউনিয়নের টেকানগর গ্রামে ধান কাটার সময় বজ্রপাতে শ্রমিক আব্দুর রাজ্জাক ও এর অল্প সময়ে পর গোকর্ণ ইউনিয়নের বেড়িবাঁধ এলাকায়...
ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে প্রাণ গেল চারজনের
অনলাইন ডেস্ক

বাগেরহাটে তাপমাত্রা ৩৯.১ ডিগ্রি, গলে যাচ্ছে সড়কের পিচ
বাগেরহাট প্রতিনিধি

উপকূলীয় জেলা বাগেরহাটের ওপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ। গত কয়েক দিন ধরে অসহনীয় গরমে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এমন পরিস্থিতে সড়ক মহাসড়কের পিচ গলে যাচ্ছে। গলিত পিচ জুতা ও গাড়ির চাকায় লাগায় বিড়ম্বনায় পড়ছে যানচালকসহ স্থানীয়রা। এদিকে প্রচণ্ড গরমে লোকজন জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। জনজীবনে দেখা দিয়েছে স্থবিরতা। সেই সাথে জেলার ৯টি উপজেলার বিভিন্ন এলাকায় মাত্রাতিরিক্ত লোডশেডিং ভোগান্তি আরও বাড়িয়েছে। মোংলা আবহাওয়া অফিস বলছে, রোববার বাগেরহাট জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.১ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৪০ শতাংশ। মোংলা আবহাওয়া অফিসের প্রধান আবহাওয়াবিদ মো. হারুন অর রশিদ এ তথ্য নিশ্চিত করে জানান, বাগেরহাটসহ খুলনা বিভাগে আরও ২ দিন তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে। এসময় জনসাধারণকে পর্যাপ্ত পানি পান, ছাতা...
কিশোরগঞ্জে বজ্রপাতে প্রাণ গেল তিন কৃষকের
কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের ভৈরব ও কুলিয়ারচরে পৃথক বজ্রপাতের ঘটনায় তিনজন নিহত হয়েছে। রোববার (১১ মে) বিকেল সাড়ে ৩ টার দিকে পৃথক স্থানে এসব বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাতে নিহতরা হলেন- ভৈরবের সাদেকপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের মৃত আফসার উদ্দিনের ছেলে ফারুক মিয়া (৬০), শ্রীনগর ইউনিয়নের ইউনুস মিয়ার ছেলে ফয়সাল মিয়া (২৮) ও কুলিয়ারচর উপজেলার হাজারী নগর গ্রামের সফু মিয়ার ছেলে কবির হোসেন (১৭)। স্থানীয় সূত্রে জানা যায়, ভৈরবের সাদেকপুর ইউনিয়নের রসুলপুর গ্রামের ফারুক মিয়া বিকেল সাড়ে তিনটার দিকে হাওরে জমিতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে নিহত হন। এছাড়া উপজেলার শ্রীনগর ইউনিয়নের ফয়সাল বাড়ির পাশের জমিতে ধানের খড় আনতে গিয়ে বজ্রপাতে নিহত হন। অপরদিকে কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়নের হাজারী নগর গ্রামের কবির হোসেন বাড়ির পাশে জমিতে কাজ করতে গিয়ে বজ্রপাতে নিহত হন। নিহত কবির ভৈরবের...
পঞ্চগড়ে আবারও ধরা পড়ল নীলগাই
পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে আবারও ধরা পড়ল নীলগাই। সদর উপজেলার গড়িনাবাড়ি ইউনিয়নের সরকার পাড়া গ্রামে ভারত থেকে আসা এই নীলগাই গ্রামবাসীদের হাতে ধরা পড়েছে। রোববার (১১ মে) দুপুর ১২ টার দিকে গ্রামের ঈদগাহ মাঠের পশ্চিমে নীলগাইটি আহত অবস্থায় ধরা পড়ে। নীলগাইটি কাঁটাতারের বেড়া পার হওয়ার সময় আহত হয়েছে বলে স্থানীয়রা জানান। খবর পেয়ে বনবিভাগের কর্মচারীরা নীলগাইটিকে উদ্ধার করে জেলা প্রাণিসম্পদ হাসপাতালে চিকিৎসা জন্য নিয়ে যায়। চিকিৎসা শেষে সুস্থ্য হওয়ার পর বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে স্থানান্তর করা হবে বলে জানান তারা। গ্রামবাসী জানান, বেলা ১১টার দিকে ইদগাহ মাঠের পেছনে মরিচ ক্ষেতে নারী শ্রমিকরা মরিচ ছেড়ার কাজ করছিল। এ সময় নীলগাইটিকে তারা দেখতে পায়। তারা গ্রামের লোকজনকে নীলগাইয়ের খবর দেয়। তাৎক্ষণিক তরুণ-যুবকরা এসে দলবেধে নীলগাইটিকে তারা করেন। প্রায় এক কিলোমিটার দৌড়াতে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর