নাজিব রাজাক ফের গ্রেপ্তার

নাজিব রাজাক [ফাইল ছবি]

নাজিব রাজাক ফের গ্রেপ্তার

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী নাজিব রাজাককে আবারও গ্রেপ্তার করা হয়েছে। ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বারহাদ (ওয়ান এমডিবি) তহবিল থেকে ৮৫৯ মিলিয়ন মার্কিন ডলার ব্যক্তিগত তহবিলে স্থানান্তরে জড়িত থাকার অভিযোগে আজ (১৯ সেপ্টেম্বর, বুধবার) তাকে আটক করা হয়েছে।

মালয়েশিয়ার দুর্নীতি দমন কমিশন (এমএসিসি) এক বিবৃতিতে জানিয়েছে, স্থানীয় সময় বিকেল ৪টা ১৩ মিনিটে পুত্রাজায়াতে এমএসিসির সদর দপ্তর থেকে নাজিবকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টায় তাকে কুয়ালালামপুর আদালতে হাজির করা হবে।

এর আগে গত জুলাই মাসে নাজিবকে গ্রেপ্তার করেছিল এমএসিসি। ওই সময় তার বিরুদ্ধে একই অভিযোগ তোলা হয়েছিল। পরে তিনি আদালত থেকে জামিনে ছাড়া পান।

এমএসিসি জানিয়েছে, নাজিবের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।

এমএসিসির আইন অনুযায়ী, নাজিবের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার ও অর্থ আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
 

সূত্র: চ্যানেল নিউজ এশিয়া, এবিসি লোকাল

অরিন▐ NEWS24

সম্পর্কিত খবর