ঈদে মোটরসাইকেল চলবে যেসব ঘাট দিয়ে, জানালেন নৌ-প্রতিমন্ত্রী

ফাইল ছবি

ঈদে মোটরসাইকেল চলবে যেসব ঘাট দিয়ে, জানালেন নৌ-প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পদ্মাসেতুতে যেহেতু মোটরসাইকেল চলা বন্ধ আছে তাই ঈদের সময় শিমুলিয়া ও মাঝিরকান্দি ঘাট দিয়ে মোটরসাইকেল চলাচল করবে বলে জানিয়েছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।

বৃহস্পতিবার (৩০ মার্চ) ঈদে নৌপথে সুষ্ঠুভাবে নৌযান চলাচল সংক্রান্ত সভা শেষে এসব বলেন প্রতিমন্ত্রী। এসময় তিনি বলেন, ঈদের আগে তিনদিন এবং পরে তিনদিন এবং ঈদের দিনসহ মোট সাতদিন পচনশীল পণ্যবাহী পরিবহন বাদে ফেরিতে ট্রাক এবং কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে।

প্রতিমন্ত্রী বলেন, গার্মেন্টসে ধাপে ধাপে ছুটি দেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।

যাতে সড়ক এবং নৌপথে চাপ না পড়ে। এ বিষয়ে যথাথথ পদক্ষের নিতে সংশ্লিষ্টদের আহ্বান জানানো হয়েছে।

লঞ্চের ভাড়া বাড়বে কিনা এমন প্রশ্নে নৌ-পরিবহন প্রতিমন্ত্রী বলেন, ঈদের সময় নতুন করে লঞ্চের ভাড়া বাড়বে না। আগের ভাড়াই থাকবে।

আরিচা, হরিনা, পাটুরিয়া, কাজিরহাট, দৌলতদিয়া এই পাঁচ জায়গায় ফেরির সংখ্যা বাড়ানো হবে ঈদে।

news24bd.tv/FA