প্রধানমন্ত্রীর জ্বালানি বিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী বলেছেন, সম্প্রতি আন্তর্জাতিক বাজারে এলএনজির দাম কমছে। এটি অব্যাহত থাকলে দেশেও বিদ্যুতের দাম কমবে।
তিনি বলেন, ডলার সংকট ধীরে ধীরে কাটিয়ে উঠছে সরকার। আমরা সৌভাগ্যবান।
বৃহস্পতিবার (৩০ মার্চ) রাজধানীর বিদ্যুৎ ভবনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব কথা বলেন ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিশ্ববাজারে তেলের দাম স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিদ্যুতের দাম নিয়ন্ত্রণের বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যায় না। '
তিনি বলেন, তবে বিদ্যুৎ ও জ্বালানির যে সংকট বিশ্বব্যাপী চলমান, 'তার জন্য রাশিয়া-ইউক্রেন যুদ্ধই দায়ী।
এফইআরবি চেয়ারম্যান শামিম জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সংগঠনের নির্বাহী পরিচালক রিশান নসরুল্লাহর পরিচালনায় অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি বিশেষজ্ঞরা বক্তব্য দেন।