স্বাধীন সাংবাদিকতায় বাধা দেয় না এই সরকার: আইনমন্ত্রী

ফাইল ছবি

স্বাধীন সাংবাদিকতায় বাধা দেয় না এই সরকার: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, প্রথম আলোর সাংবাদিকের বিরুদ্ধে যে মামলা হয়েছে সেটা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মামলা। কিন্তু তাকে প্রথমেই আইসিটি আইনের আওতায় যে সেল সেখানে নেয়নি। কারণ প্রাথমিকভাবে তাকে অপরাধী মনে হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এসব জানান তিনি।

এসময় আইনমন্ত্রী বলেন, ওই সাংবাদিকের ব্যাপারে যে ব্যবস্থা নেয়া হয়েছে সেটা সাংবাদিকদের বিরুদ্ধে নয়, এটা অপরাধের বিরুদ্ধে।

মন্ত্রী আরও বলেন, যেহেতু এই ব্যবস্থা অপরাধের বিরুদ্ধে তাই এই বিষয় নিয়ে সাংবাদিকের উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। এই সরকারের অধীনে স্বাধীন সাংবাদিকতায় কোনো বাধা নাই। সরকার ব্যবস্থা নেয় অপরাধীর বিরুদ্ধে।

news24bd.tv/FA