ফিলিপাইনের যাত্রীবাহী ফেরিতে আগুন লাগার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৮ জনে দাঁড়িয়েছে। বুধবার রাত ১১টার দিকে দেশটির দক্ষিণাঞ্চলীয় বাসিলান প্রদেশে এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের।
এখনো অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি কর্তৃপক্ষ।
মিন্দানাও অঞ্চলের কোস্টগার্ড প্রধান রেজার্ড মারফি জানান, প্রাথমিকভাবে পানিতে ডুবে নিহত হওয়া ১০ জনের মরদেহ উদ্ধার করেন তারা।
এসি কেবিনের থেকে এই আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছেন সেখানকার কোস্টগার্ড প্রধান রেজার্ড মারফি। ফেরিটির ৪৩০ জনের ধারণ ক্ষমতা ছিল বলেও জানান তিনি।
৭ হাজার ৬ শর বেশি দ্বীপ বেষ্টিত দেশটির নৌ-পরিবহনে নিরাপত্তা অনেকটাই কম। সেখানে প্রায়শই ধারণক্ষমতার বেশি যাত্রী বহন করা হয়। এর আগে গত বছর মে মাসে একটি ফেরিতে আগুন লেগে অন্তত ৭ জন নিহত হয়েছিলেন।
news24bd/ARH