‌‘মাশাআল্লাহ, তোমারও জয়ের মতো রাজপুত্র হয়েছে’, মাহিকে অপু বিশ্বাস
‌‘মাশাআল্লাহ, তোমারও জয়ের মতো রাজপুত্র হয়েছে’, মাহিকে অপু বিশ্বাস

‌‘মাশাআল্লাহ, তোমারও জয়ের মতো রাজপুত্র হয়েছে’, মাহিকে অপু বিশ্বাস

অনলাইন ডেস্ক

পুত্রসন্তানের মা হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা মাহিয়া মাহি। মঙ্গলবার রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে রাত ১১টা ২০ মিনিটে পুত্র সন্তানের জন্ম দেন এই অভিনেত্রী। মা হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন আরেক জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস।

বৃহস্পতিবার বিকেলে এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘জয় (আব্রাম খান জয়) যখন প্রথম আসলো, মাহিয়া মাহি বলেছিল আমারও একটা জয়ের মতো রাজপুত্র হোক।

মাশাআল্লাহ, তোমারও জয়ের মতো একটা রাজপুত্র হয়েছে। ’ 

অপু বিশ্বাস ওই পোস্টে মাহিয়া মাহির উদ্দেশ্যে আরও লিখেছেন, ‘২৮শে মার্চ তোমার রাজপুত্রের জন্মদিন। ২৮শে মার্চ জয়ের পাপার (শাকিব খান) জন্মদিন। অনেক শুভেচ্ছা তোমার ছোট রাজপুত্র এবং তোমার পরিবারের জন্য।

উল্লেখ্য, গত বছরের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের ব্যবসায়ী ও রাজনীতিবিদ রাকিব সরকারের সঙ্গে দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেন মাহিয়া মাহি।

news24bd.tv/তৌহিদ