ইংল্যান্ডে সিরিজ শুরুর আগে উলভসের বিপক্ষে খেলবে তামিমরা

সংগৃহীত ছবি

ইংল্যান্ডে সিরিজ শুরুর আগে উলভসের বিপক্ষে খেলবে তামিমরা

অনলাইন ডেস্ক

আয়ারল্যান্ডের বাংলাদেশ সফর এখনো শেষ হয়নি। সিলেটে ওয়ানডে সিরিজ শেষে চট্টগ্রাম চলছে টি২০ সিরিজ। এরপর মিরপুরে হবে সিরিজের একমাত্র টেস্ট। এই সিরিজ শেষে কিছুদিন বিরতির পর আবার আইরিশদের বিপক্ষে ওয়ানডে খেলবে টাইগাররা।

সিরিজের তিন ম্যাচ হবে ইংল্যান্ডের চেমসফোর্ডের ক্লাউড কাউন্টি গ্রাউন্ডে। মূল সিরিজ শুরুর আগে সেখানে একটি প্রস্তুতি ম্যাচও খেলবে তামিম ইকবালের দল।

আজ (৩০ মার্চ) ক্রিকেট আয়ারল্যান্ডের ওয়েবসাইটে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। তবে আয়ারল্যান্ড একাদশ নয়, সেই প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড উলভস।

ক্রিকেট আয়ারল্যান্ড জানায়, আয়ারল্যান্ড এবং বাংলাদেশের মধ্যকার তিন ম্যাচের বিশ্বকাপ সুপার লিগ সিরিজের আগে একটি প্রস্তুতি ম্যাচ খেলা হবে। আগামী ৫ মে আনঅফিসিয়াল ম্যাচটি অনুষ্ঠিত হবে ক্লোজডোর স্টেডিয়ামে।

এর আগে আয়ারল্যান্ড উলভসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে বাংলাদেশের। সেই ম্যাচটি হেরেছিল টাইগাররা।

আগামী ৯ মে শুরু হবে বাংলাদেশ-আয়ারল্যান্ড ওয়ানডে সিরিজ। আইসিসি সুপার লিগে এটি দুদলেরই শেষ সিরিজ। ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ ইতোমধ্যে সরাসরি খেলার যোগ্যতা অর্জন করেছে। অন্যদিকে বিশ্বকাপের কোয়ালিফাই পর্বে অংশ নিতে বাংলাদেশের বিপক্ষে ৩-০ ব্যবধানে জিততে হবে আইরিশদের।

news24bd.tv/SHS​​​​​​