নওয়াজ শরীফকে মুক্তির নির্দেশ

নওয়াজ শরীফ ও তার মেয়ে মরিয়ম নওয়াজ [ফাইল ছবি]

নওয়াজ শরীফকে মুক্তির নির্দেশ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

দুর্নীতির মামলায় দণ্ডিত পাকিস্তানের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী নওয়াজ শরীফ, মেয়ে মরিয়ম নওয়াজ ও জামাতার সাজা স্থগিত করে তাদের মুক্তির নির্দেশ দিয়েছে ইসলামাবাদ হাই কোর্ট।

জিও টিভি ও পাকিস্তানের অন্যান্য সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নওয়াজ শরীফের আপিল শুনানি শেষে আদালত আজ (১৯ সেপ্টেম্বর, বুধবার) এ আদেশ দেয়।

এর আগে গেল সপ্তাহে নওয়াজের স্ত্রী কুলসুম লন্ডনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার জানাজায় যোগ দিতে ১২ সেপ্টেম্বর নওয়াজকে প্যারোলে মুক্তি দেওয়া হয়।

জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন এবং লন্ডনে ৪টি বিলাসবহুল বাড়ির মালিকানা নিয়ে দুর্নীতির অভিযোগে নওয়াজকে ১০ বছর ও তার মেয়ে মরিয়মকে ৭ বছরের কারাদণ্ড দেয় পাকিস্তানের একটি আদালত। এছাড়া কর্মকর্তাদের সহযোগিতা না করায় মরিয়মের স্বামীকে ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।  

রায় ঘোষণার সময় নওয়াজ ও তার মেয়ে লন্ডনে অবস্থান করছিলেন। নিজেদের নির্দোষ দাবি করে পরে তারা দেশে ফিরে আসেন।

বিমানবন্দরে অবতরণের পরপরই তাদেরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়।


সূত্র: জিও নিউজ 

অরিন▐ NEWS24

সম্পর্কিত খবর