মানিকগঞ্জে মোবাইলে অ্যাপসের মাধ্যমে নিজ শ্যালিকার আপত্তিকর ছবি ও ভিডিও মোবাইল ফোনে ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার অভিযোগে দুলাভাইকে গ্রেপ্তার করেছে মানিকগঞ্জ সিপিসি-৩, র্যাব-৪।
গ্রেপ্তার পলাশ রংদার (২৪) উপজেলার বেলদহ গ্রামের উপেন রংদারের ছেলে। বুধবার (২৯ মার্চ) বিকেলে জেলার দৌলতপুর থানার কুমুরিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, গ্রেপ্তারকৃত আসামি ভিকটিমের বড় বোনের স্বামী।
ঘটনার আইনগত প্রতিকার চেয়ে ভিকটিমের বাবা বুধবার সকাল দশটার দিকে মানিকগঞ্জ র্যাব-৪, সিপিসি-৩ এ অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পর অভিযুক্ত পলাশ রংদারকে গ্রেপ্তার করা হয়।
news24bd.tv/কেআই