মন্ত্রী ওবায়দুল রচিত চলচ্চিত্রে যুক্ত হলেন ঋতুপর্ণা

ওবায়দুল কাদের ও ঋতুপর্ণা সেনগুপ্ত [ফাইল ছবি]

মন্ত্রী ওবায়দুল রচিত চলচ্চিত্রে যুক্ত হলেন ঋতুপর্ণা

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের লেখা উপন্যাস ‘গাঙচিল’। নোয়াখালীর একটি চর ও সেখানকার মানুষের জীবনের নানা গল্প উপন্যাসটির উপজীব্য বিষয়। এ উপন্যাস অবলম্বনে পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল নির্মাণ করছেন চলচ্চিত্র ‘গাঙচিল’।

ইতোমধ্যে সিনেমাটিতে আনুষ্ঠানিকভাবে চুক্তিবদ্ধ হয়েছেন চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা।

এবার সিনেমাটিতে যুক্ত হলেন ওপার বাংলার অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত।  

আজ (১৯ সেপ্টেম্বর, বুধবার) রাজধানীর ঢাকা ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় ঋতুপর্ণার নাম ঘোষণা করেন সিনেমাটির নির্মাতা।

এ প্রসঙ্গে পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামুল বলেন, ‘চরিত্রের প্রয়োজনেই ঋতুপর্ণাকে নেয়া হয়েছে।

তিনিও এ সিনেমার গল্প শুনে পছন্দ করেছেন। আমরা আনন্দিত, আমাদের সিনেমায় ঋতুপর্ণার মতো একজন বড় মাপের অভিনেত্রীকে পেয়ে। ’

ঋতুপর্ণা সেনগুপ্ত কোন চরিত্রে অভিনয় করবেন, তা এখনই জানাতে নারাজ নির্মাতা। তবে ফেরদৌস সাংবাদিক চরিত্রে অভিনয় করবেন।  

আগামী ডিসেম্বরের শুরুর দিকে সিনেমাটির শুটিং শুরু হবে বলে জানান এই নির্মাতা। এর আগে ফেরদৌস-পূর্ণিমা ‘জ্যাম’ নামের আরেকটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন। এ সিনেমাটিও নির্মাণ করছেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। অক্টোবরে এই চলচ্চিত্রের শুটিং শুরু হবে।  


অরিন▐ NEWS24

সম্পর্কিত খবর