সুনামগঞ্জে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

সুনামগঞ্জে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

সুনামগঞ্জ প্রতিনিধি:

পণ্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে সুনামগঞ্জে অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।  শুক্রবার (৩১ মার্চ) দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের জেল রোড এলাকার চালের বাজার থেকে প্রথমে অভিযান পরিচালনা করা হয়। দাম নিয়ন্ত্রণে থাকায় চালের বাজারে কোন ব্যবসায়ীকে জরিমানা করা হয়নি।  

পরে পাশে থাকা সবজির ও মুরগির বাজারে অভিযান পরিচালনা করে মূল তালিকা টাঙানো, ন্যায্য মূল্যে পণ্য বিক্রয় করা ও ক্রয় ভাউচার না থাকায় সবজির বাজারে মের্সাস লোকনাথ বাণিজ্যলয় নামে একটি প্রতিষ্ঠানকে ২ হাজার টাকা ও মুরগির বাজারে সাইফুর রহমান পোল্ট্রি ফার্মকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়াও অভিযানকালে পেঁয়াজ, আলু, তেল সহ নিত্যপণ্যের  বাজারও তদারকি করা হয়। এতে অরুণ স্টোর নামে এক প্রতিষ্ঠানে মেয়াদ উর্ত্তীণ শিশুদের চকলেট থাকায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

সুনামগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক শফিকুল ইসলাম বলেন, বাজার নিয়ন্ত্রণে রাখতে আমরা প্রতিনিয়ত নজরদারি রাখছি অভিযান চালাচ্ছি। আজকে তিনটি প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 তবে সুনামগঞ্জের বাজার গুলোতে সব কিছুর দাম স্বাভাবিক আছে বলে জানান তিনি।

news24bd.tv/কেআই