যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের বড় পদে ভারতীয় বংশোদ্ভূত রিচার্ড ভার্মা

যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের বড় পদে ভারতীয় বংশোদ্ভূত রিচার্ড ভার্মা

অনলাইন ডেস্ক

ভারতীয় বংশোদ্ভুত-মার্কিন কূটনীতিক, আইনজীবী এবং নির্বাহী কর্মকর্তা রিচার্ড ভার্মাকে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ম্যানেজমেন্ট এবং রিসোর্সের ডেপুটি সেক্রেটারি নির্বাচিত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের ওই পদটিকে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।

৫৪ বছর বয়সী ভার্মার পক্ষে ৬৭টি ভোট পড়েছে এবং বিপক্ষে পড়েছে ২৬ ভোট। ভার্মাকে এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের শীর্ষ রাজনীতিক হিসেবে মনোনীত করেছিলেন।

রিচার্ড ভার্মা ভারতের সাবেক রাষ্ট্রদূত হিসেবেও কাজ করেছেন। ২০১৫ সালের ১৬ জানুয়ারি থেকে ২০১৭ সালের ২০ জানুয়ারি পর্যন্ত ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ছিলেন তিনি।

পরে যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের শীর্ষ কূটনীতিক হিসেবে রিচার্ড ভার্মার নাম ঘোষণা করেছিলেন জো বাইডেন।

প্রসঙ্গত, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনেরও গুরুত্বপূর্ণ কর্মকর্তা হিসেবে কাজ করেছেন তিনি।

 

জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের ল সেন্টার থেকে এলএলবি ডিগ্রিপ্রাপ্ত রিচার্ড ভার্মা। এরপর জর্জটাউন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রিও লাভ করেছেন।

এর আগে যুক্তরাষ্ট্রের স্টেট ফর ম্যানেজমেন্ট অ্যান্ড রিসোর্সেসের শীর্ষ কূটনীতিক হিসেবে মনোনীত হয়েছিলেন রিচার্ড ভার্মা।

news24bd.tv/তৌহিদ