ঝিনাইদহের হরিণাকুণ্ডতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের ধারালো অস্ত্রের আঘাতে এক ইজিবাইকচালক নিহত হয়েছেন। শুক্রবার (৩১ মার্চ) বিকেলে হরিণাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে ছাত্রলীগ নেতার বাড়িসহ ৫টি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে নিহতের সমর্থকরা।
পুলিশ ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হরিণাকুণ্ড জোড়াপুকুরিয়া গ্রামের আওয়ামী লীগ নেতা জামালা উদ্দিন ও খবির হোসেনের সমর্থকদের মাঝে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।
এদিকে মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে হামলাকারী হরিণাকুণ্ড পৌর ছাত্রলীগের সভাপতি পলাশের বাড়িসহ ৫ জনের বাড়িতে আগুন ধরিয়ে দেন নিহতের সমর্থকরা। খবর পেয়ে ঝিনাইদহ ও হরিণাকুণ্ড ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এ ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করায় পুলিশ মোতায়েন করা হয়েছে। হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি স্বজনদের।
news24bd.tv/আইএএম