ঝিনাইদহে সড়ক দুর্ঘটনায় নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন ও বাংলাদেশ প্রতিদিন পত্রিকার জেলা প্রতিনিধি শেখ রুহুল আমিন আহত হয়েছেন। শুক্রবার (৩১ মার্চ) ইফতারের আগেমুহূর্তে সদর উপজেলার বাড়ীবাথান এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাকে স্থানীয় সদর হাসপাতালে নেওয়া হয়।
আহত শেখ রুহুল আমিন জানান, পেশাগত দায়িত্ব পালন শেষে মোটারসাইকেলে নিজ বাসভবন ফকিরাবাদ গ্রামে ফিরছিলেন।
এদিকে সাংবাদিক শেখ রুহুল আমিন সড়ক দুর্ঘটনায় আহতের ঘটনা শুনে তাকে দেখতে হাসপাতালে আসেন উপজেলা আওয়ামী লীগ নেতা ও পাগলাকানাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাইদ বিশ্বাস,ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি এম রায়হান, প্রচার সম্পাদক শামীমুল ইসলাম শামীম, ৭১ বাংলা পত্রিকার প্রতিনিধি অরিত্র কুন্ডু ও সাংবাদিক রুবেল হোসেনসহ স্থানীয়রা গণমাধ্যমকর্মীরা।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ সোহেল রানা জানান, বিষয়টি শুনেছি। এটা কোনো পরিকল্পিত ঘটনা কি না সেটা তদন্ত করা হচ্ছে। সাংবাদিক শেখ রুহুল আমিন ভাইয়ের দ্রুত আরোগ্য কামনা করছি।
news24bd.tv/আইএএম