যশোরের চৌগাছা থানার লক্ষীপুর এলাকায় অভিযান চালিয়ে দেড় কোটি টাকা মূল্যের ১৩টি স্বর্ণের বার জব্দ করেছে বিজিবি। শুক্রবার (৩১ মার্চ) সন্ধ্যায় বিজিবির যশোর ব্যাটালিয়নের অভিযানে এই স্বর্ণের বার জব্দ করা হয়।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জানতে পারে কপোতাক্ষ নদ ব্যবহার করে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচার করবে একটি দল। এর ভিত্তিতে শুক্রবার সন্ধ্যায় কপোতাক্ষ নদে অভিযান চালায় বিজিবি।
এ বিষয়ে চৌগাছা থানায় মামলা হয়েছে। এবং জব্দকৃত স্বর্ণ ট্রেজারীতে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
news24bd/ARH