আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, স্বাধীনতা দিবসে ১০ টাকা ঘুষ দিয়ে উস্কানীমূলক নিউজ ছেপে ঔদ্ধত্য দেখিয়েছে প্রথম আলো। আজ শনিবার দুপুরে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের এক যৌথসভায় তিনি এ কথা বলেন।
প্রথম আলো পত্রিকার সমলোচনা করে ওবায়দুল কাদের আরও বলেন, বিশ্ব সমাজের কাছে দেশকে হেয় ও জনবিচ্ছিন্ন করতে নানাভাবে ষড়যন্ত্র করছে বিএনপি ও প্রথম আলো।
তিনি বলেন, বিভিন্নভাবে বিএনপিকে সাধু বানানোর দায়িত্ব নিয়েছে পত্রিকাটি।
কাদের অভিযোগ করে বলেন, বিএনপির পাশে দেশের মানুষ না থাকায় বিদেশীদের কাছে নালিশ করে বেড়াচ্ছে। তবে, বাংলাদেশের অভ্যন্তরীণ ইস্যুতে জাতিসংঘসহ অন্যরা কোনো হস্তক্ষেপ করবে না।
news24bd.tv/রিমু