আইপিএলের শুরুতে না খেলতে পারার আক্ষেপ নেই সাকিবের

সংগৃহীত ছবি

আইপিএলের শুরুতে না খেলতে পারার আক্ষেপ নেই সাকিবের

নিজস্ব প্রতিবেদক

আইপিএলের শুরুতে খেলতে পারবেন না এটা আগেই জানতেন সাকিব আল হাসান। কারণ সামনে আয়ারল্যান্ডের সাথে রয়েছে টেস্ট ম্যাচ। এ কারণে আইপিএল আসরের শুরু থেকে খেলতে পারবেন সেটা আগে থেকেই জানতেন বাংলাদেশ টেস্ট দলের এই অধিনায়ক।

শনিবার (১ এপ্রিল) গণমাধ্যমের সামনে সাকিব বলেন, মুস্তাফিজ টেস্ট দলে নেই বলে সে শুরু থেকেই আইপিএল খেলতে এনওসি পেয়েছে।

জাতীয় দলের খেলা থাকলে আইপিএলে শুরুতে যোগ দিতে পারবো না সেটা আগেই জানতাম।

আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট না খেলেই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে যাচ্ছেন সাকিব আল হাসান ও লিটন কুমার দাস- গত কয়েকদিন ধরে এমন কথা শোনা গেলেও বাস্তবতা ভিন্ন। দুই তারকার বিষয়ে সিদ্ধান্তে অটল থেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শেষ পর্যন্ত সাকিব-লিটনকে রেখেই আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড।

শনিবার এক বিবৃতির মাধ্যমে টেস্টের জন্য জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। দলে নতুন কোনো চমক নেই। তবে সাকিব-লিটনের উপস্থিতি নিঃসন্দেহে টিম ম্যানেজমেন্টকে স্বস্তি দেবে। কারণ অন্য দুই ফরম্যাটের মতো সাদা পোশাকেও দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য তারা।

এই রকম আরও টপিক