দেশে জীবনযাত্রার ব্যয় বেড়েছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। বৈষম্য চিহ্নিত করতে না পারলে সরকার সমস্যায় পড়বে বলেও অভিমত তার।
শনিবার (১ এপ্রিল) বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স আয়োজিত বাজেট আলোচনায় তিনি একথা বলেন। এসময় ব্যবসায়ী সৈয়দ নাসিম মঞ্জুর বলেন, মূল্যস্ফীতির চাপ, ডলার সংকট, বেসরকারি খাতের ঋণ প্রবাহ কমে যাওয়া এবং আমদানি খরচ বেড়ে যাওয়াসহ নানা কারণে ব্যবসার পরিচালন খরচ বেড়েছে।
তবে নিত্যপণ্যের দাম ক্রমান্বয়ে কমছে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। চলতি রমজানে কিছু পণ্যের দাম বাড়লেও তা কমে এসেছে। অন্য বছরের তুলনায় এবং বৈশ্বিক পরিস্থিতি বিবেচনায় বাংলাদেশ ভালো রয়েছে।