কুমিল্লায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক

কুমিল্লায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

হুমায়ূন কবির জীবন • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় বিজিবি-বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ (১৯ সেপ্টেম্বর, বুধবার) দুপুরে বিবির বাজার আইসিপিতে এই বৈঠক অনুষ্ঠিত হয়।  

বৈঠকে বিজিবি’র পক্ষে সেক্টর কমান্ডার কুমিল্লার উপ-পরিচালক মো. আমিরুল ইসলাম সিকদার-বিজিএম, পিবিজিএম, জি+ এবং বিএসএফ’র পক্ষে সেক্টর কমান্ডার গোকুলনগর ডিআইজি শ্রী ব্রজেস কুমার নেতৃত্ব দেন।  

বৈঠকে দুই প্রতিবেশী রাষ্ট্রের আন্তঃসীমান্ত অপরাধ দমন, অবৈধ প্রবেশ বন্ধ, মাদক,নারী ও শিশু পাচার এবং জঙ্গি তৎপরতা বন্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন বিষয়ে কার্যক্রম গ্রহনের ব্যাপারে আলোচনা করা হয়।

 

এছাড়া সীমান্তে নির্যাতন ও হত্যা বন্ধ, সম্প্রীতি বজায় রাখা ও নিরাপত্তা রক্ষার বিষয়েও আলোচনা ও সিদ্ধান্ত হয়।  

পতাকা বৈঠকে কুমিল্লা সেক্টরের ৪ জন ব্যাটালিয়ন অধিনায়ক ও ৩ জন স্টাফ অফিসার এবং বিএসএফ’র ৫ জন ব্যাটালিয়ন কমান্ড্যান্ট ও ৫ জন স্টাফ অফিসার অংশগ্রহণ করেন।  


জীবন▐ অরিন▐ NEWS24

সম্পর্কিত খবর