দিল্লির ষোলোতেও নেই মোস্তাফিজ

দিল্লির ষোলোতেও নেই মোস্তাফিজ

অনলাইন ডেস্ক

বেশ রাখঢাক করে ভাড়া করা বিমানে শনিবার ভারতে পাড়ি জমিয়েছেন মোস্তাফিজুর রহমান। উদ্দেশ্য দিল্লি ক্যাপিটালসের হয়ে মাঠে নামা। তবে ইচ্ছা যেন অধরাই কাটার মাস্টারের কাছে। কারণ দিল্লি ক্যাপিটালসের সাথে লক্ষ্ণৌ সুপারজায়ান্টের ম্যাচে ষোলোতেও রাখা হয়নি তাকে।

যদিও আইপিএলে একাদশে না থাকলেও ইমপ্যাক্ট ক্রিকেটার হিসেবে খেলার সুযোগ থাকে ক্রিকেটারদের। তবে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসের বিপক্ষে ইমপ্যাক্ট ক্রিকেটারদের তালিকাতেও নেই মোস্তাফিজ।

যদিও দিল্লির একাদশে তার সুযোগ পাওয়ার সম্ভাবনা ছিলো যথেষ্ট। কারণ দলটিতে বিদেশি পেসার হিসেবে মোস্তাফিজের সঙ্গী দক্ষিণ আফ্রিকার আনরিখ নরকিয়া।

নেদারল্যান্ডসের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সিরিজ থাকায় মোস্তাফিজের দিল্লির একাদশে থাকার সম্ভাবনা বেশি ছিলো।

এদিকে কলকাতা নাইট রাইডার্সে সুযোগ পাওয়া সাকিব আর লিটনকে এখনই ছাড়বে না বিসিবি। ৪ এপ্রিল থেকে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট ম্যাচ আছে। সাকিব যেহেতু টেস্ট অধিনায়ক আর লিটন দলের সেরা ব্যাটার, তাই তাদের ওই ম্যাচ খেলাতে বাধ্য করছে বিসিবি। আর মোস্তাফিজ টেস্ট না খেলায় তাকে সেই বাধ্যবাধকতার মাঝে পড়তে হয়নি। তাই সাকিব-লিটনের অপেক্ষা বাড়ছে।

news24bd.tv/FA