বাঁশের মাচা থেকে লাশ উদ্ধার

বাঁশের মাচা

বাঁশের মাচা থেকে লাশ উদ্ধার

হুমায়ূন কবির জীবন • কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় বাড়ির পাশের বাঁশের মাচা থেকে রমিজ আলী (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ (১৯ সেপ্টেম্বর, বুধবার) সকালে উপজেলার শিদলাই গ্রাম থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত রমিজ আলী ওই গ্রামের মনসুর আলীর পুত্র এবং ‘বড় দলের’ সমর্থক।  

এ ঘটনার পর শিদলাই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

দুপুরে ঘটনাস্থল পরিদর্শনে যান কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (ব্রাহ্মণপাড়া ও দেবীদ্বার সার্কেল) শেখ সেলিমসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সেখানে গিয়ে তারা বেশ কিছুক্ষণ অবস্থান করেন এবং স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করেন।

এর আগে গেল ৮ সেপ্টেম্বর গ্রামটিতে আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধের জের ধরে রক্তক্ষয়ী সংঘর্ষে ২জন নিহত হন। তারা ‘ছোট দলের’ সমর্থক ছিলেন।

ওই ঘটনার ১১ দিনের মাথায় এবার উদ্ধার হলো ‘বড় দলের’ এক সদস্যের লাশ।  

গেল বছর ওই দুই গ্রুপের মধ্যকার প্রাণঘাতি সংঘর্ষে নিহত হন ‘বড় দলের’ নেতা মফিজুল ইসলাম। আগের এসব সংঘর্ষ ও প্রাণহানির ঘটনায় থানায় পাল্টাপাল্টি মামলা চলছে।

রমিজ আলীর পরিবারের সদস্যরা জানান, মামলায় গ্রেপ্তার এড়াতে এবং প্রতিপক্ষের লোকজনের হামলার ভয়ে তিনি বাড়ির পাশের পুকুরের এক কোণে বাঁশের মাচা পেতে রাত্রী যাপন করতেন। পেশায় জেলে রমিজ আলী দুই পুত্র ও দুই কন্যার জনক।

নিহত রমিজ আলীর স্ত্রী ঝর্ণা আক্তার জানান, ‘মঙ্গলবার রাতে সবার অগোচরে সে পুকুর পাড়ের মাচায় ঘুমাতে যায়। ভোরে সেখানে ধস্তাধস্তি ও গোঙ্গানির আওয়াজ শুনে আমি ও বাড়ির অন্য নারীরা গিয়ে তার নিথর দেহ পড়ে থাকতে দেখি। ’ 

ঝর্ণার দাবি, ওই সময় ‘ছোট দলের’ লোকজন তার স্বামীর ওপর ছুরি ও লাঠি-সোটা নিয়ে হামলা চালায়। আর এতেই মারা যান রমিজ। ’

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবু মোহাম্মদ শাহজাহান বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রমিজ আলীর মরদেহ উদ্ধার করেছে। সে (রমিজ) খোরশেদ হত্যা মামলার আসামি। এছাড়াও তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে আরও ৫টি মামলা রয়েছে। ’

ওসি আরও বলেন- ‘শুনেছি আগের ঘটনার পর থেকেই রমিজ আলী গ্রেপ্তার এড়াতে বিভিন্ন সময় ভিন্ন ভিন্ন স্থানে রাত্রি যাপন করতো। তার মৃত্যু হত্যাকাণ্ড কি না- এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়না তদন্ত রিপোর্টের পর বিস্তারিত জানা যাবে। তবে জিজ্ঞাসাবাদের জন্য এক নারীকে আটক করা হয়েছে। ’ 

অপরদিকে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোহাম্মদ সেলিম বলেন, ‘স্থানীয় চিকিৎসক ও আশপাশের লোকজনদের জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছি, হঠাৎ করে ব্লাড প্রেসার বেড়ে যাওয়ার কারণেই রমিজ আলী মারা গেছেন। লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গের পাঠানো হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। ’


জীবন▐ অরিন▐ NEWS24

সম্পর্কিত খবর