এবার চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়ে কাঁচা কলা রপ্তানি 

সংগৃহীত ছবি

এবার চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়ে কাঁচা কলা রপ্তানি 

নয়ন বড়ুয়া জয়

পেয়ারা, তরমুজ, টমেটোর মতো ফল ও সবজির পর চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়ে রপ্তানি পণ্যের তালিকায় এবার যুক্ত হলো কাঁচা কলা। বগুড়ার শিবগঞ্জ থেকে এই কাঁচাকলা সংগ্রহ করা হয়েছে। চালানটির রপ্তানিমূল্য প্রায় পাঁচ হাজার ডলার। সংশ্লিষ্টরা বলছেন, চট্টগ্রাম বন্দর দিয়ে এর আগে পাকা কলা রপ্তানি হলেও এই প্রথম কাঁচা কলা রপ্তানি হচ্ছে।

বিভিন্ন ফল ও সবজির পর চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়ে এবার রপ্তানি হচ্ছে কাঁচা কলা। সম্প্রতি বগুড়ার শিবগঞ্জ থেকে সংগ্রহ করা সাড়ে পাঁচ মেট্রিক টন কলা চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়ে মালয়েশিয়ায় রপ্তানি করেছে চট্টগ্রাম ভিত্তিক সবজি ও দেশীয় ফল রপ্তানিকারক সাত্তার ইন্টারন্যাশনাল।

চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়ে কাঁচা কলা রপ্তানি এবারই প্রথম। এক্সপোর্ট বিল নগদায়নে প্রতি ডলারের মূল্য ১০৫ টাকা।

সেই হিসেবে রপ্তানি হওয়া কাঁচা কলার প্রতি কেজির মূল্য ১৫১ টাকার বেশি।

বিশ্ববাজারে কলার কদর কম নয়। বাজার গবেষণাকারী সংস্থাগুলোর হিসাবে, ২০২১ সালে বিশ্বে ১ হাজার ৩৫০ কোটি ডলারের কলা রপ্তানি হয়। রপ্তানির তালিকায় আছে হরেক রকম সবজিও।

এর আগে গত ১৪ মার্চ চট্টগ্রাম সমুদ্রবন্দর দিয়ে শীতাতপ নিয়ন্ত্রিত কন্টেইনারে সাত্তার ইন্টারন্যাশনাল প্রথমবারের মতো মালয়েশিয়ায় ১৩ দশমিক তিন দুই মেট্রিক টন তরমুজ রপ্তানি করে। এর রপ্তানি মূল্য প্রায় চার হাজার মার্কিন ডলার।

news24bd.tv/রিমু 

সম্পর্কিত খবর