বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবলের দ্বিতীয় পর্ব শুরু হতে যাচ্ছে আগামীকাল শুক্রবার থেকে। প্রথম পর্বের পর দ্বিতীয় পর্বের মধ্যকার ছিল ৪১ দিনের বিরতি। মধ্যবর্তী দলবদল এবং জাতীয় দলের ম্যাচের জন্য লিগে এই বিরতি চলছিল।
শুক্রবার বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্বের প্রথম দিন ম্যাচ রয়েছে তিনটি।
প্রথম পর্ব শেষ হ্যাটট্রিক চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস পূর্ণ ৩০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে। ২১ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে আবাহনী এবং ১৬ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে পুলিশ ফুটবল ক্লাব।
এবার ইউরোপিয়ান আদলে লিগ আয়োজন করছে বাফুফে। এর মধ্যেই গত মঙ্গলবার ফেডারেশন কাপের কোয়ার্টার ফাইনালের ম্যাচ দিয়ে ক্লাব ফুটবল আবারও মাঠে গড়িয়েছে।
news24bd.tv/SHS