কাতার বিশ্বকাপের কোয়াটার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে টাইব্রেকারে ৪-২ তে হেরে বিদায় নিতে হয় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলকে। এরপর যেনো দুঃস্বপ্নের মতো কাটছে সেলেসাওদের। বিশ্বকাপের পর প্রীতি ম্যাচ খেলতে নেমেও হারের দেখা পেয়েছে নেইমার-ভিনিসিয়াসরা। ফলে হারের বৃত্ত থেকে এখনও বের হতে পারেননি সেলেসাওরা।
ইকুয়েডরের এস্তাদিও জর্জ ক্যাপওয়েল স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৬টায় ম্যাচটি শুরু হবে।
নিজেদের দ্বিতীয় ম্যাচে চিলিকে ৩-০ গোলে পরাজিত করার পর, ৪ এপ্রিল কলম্বোকে ৩-১ গোলে হারায় ব্রাজিল। এতে তিন ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে ‘এ গ্রুপের’ পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে ব্রাজিলের যুবারা। অপরদিকে ৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চিলি। ৪ পয়েন্ট করে অর্জন করে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথায়ক্রমে উরুগুয়ে ও ইকুয়েডর। চার ম্যাচে কোনো জয় না পাওয়া কলম্বো রয়েছে পয়েন্ট টেবিলের তলানিতে। আর তাই নিজেদের শীর্ষস্থান ধরে রাখতেই মাঠে নামবে যুবরা।
অনূর্ধ্ব-১৭ দক্ষিণ আমেরিকান চ্যাম্পিয়নশিপের টুর্নামেন্টের ১৯তম আসর এটি। এই টুর্নামেন্টের সর্বোচ্চ ১২ বারের চ্যাম্পিয়ন ব্রাজিল। আর আর্জেন্টিনার ঘরে রয়েছে ৪টি শিরোপা।
news24bd.tv/আলী