বরগুনা থেকে ৪ পেট্রোল বোমা উদ্ধার

বরগুনার আমতলী-পটুয়াখালী মহাসড়কের কালিবাড়ি এলাকা থেকে ৪টি পেট্রল বোমা ও ১০টি লাঠি উদ্ধার করে পুলিশ

বরগুনা থেকে ৪ পেট্রোল বোমা উদ্ধার

সুমন সিকদার • বরগুনা প্রতিনিধি

বরগুনার আমতলী-পটুয়াখালী মহাসড়কের কালিবাড়ি এলাকা থেকে ৪টি পেট্রল বোমা ও ১০টি লাঠি উদ্ধার করেছে পুলিশ। আজ (২০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার ফায়ার সার্ভিস স্টেশন সংলগ্ন কালিবাড়ি এলাকা থেকে প্লাস্টিকের ব্যাগে মোড়ানো অবস্থায় এগুলো উদ্ধার করা হয়।

আমতলী পুলিশ জানায়, মহাসড়কের কালিবাড়ি এলাকায় ৩ -৪টি বোমা বিস্ফোরণের বিকট শব্দে এলাকাবাসী আতঙ্কিত হয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে কালিবাড়ি কালভার্টের নিকট থেকে একটি প্লাস্টিকের ব্যাগে ভরা ৪টি তাজা পেট্রোল বোমা, বিস্ফোরিত বোমার কাঁচের বোতল এবং ওই স্থান থেকে ১০টি কাঠের লাঠি উদ্ধার করে থানায় নিয়ে আসে।

পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই দুর্বৃত্তরা পালিয়ে যায়।  

news24bd.tv

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন মিলন জানান, কালিবাড়ি এলাকা থেকে ৪টি পেট্রোল বোমা ও ১০টি লাঠি এবং বিস্ফোরিত বোমার ২টি বোতলের অংশ উদ্ধার করা হয়েছে।  

তিনি আরও জানান, অস্থিতিশীল পরিবেশ তৈরি ও নাশকতার উদ্দেশ্যে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছার আগেই বোমা বিস্ফোরণকারীরা পালিয়ে যায়।




সিকদার▐ অরিন▐ NEWS24 

সম্পর্কিত খবর