বাম গণতান্ত্রিক জোটের ৩ নেতা আটক

সাতক্ষীরায় বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ পণ্ড করে দেয় পুলিশ

বাম গণতান্ত্রিক জোটের ৩ নেতা আটক

শাকিলা ইসলাম জুঁই • সাতক্ষীরা প্রতিনিধি 

সাতক্ষীরায় বাম গণতান্ত্রিক জোটের বিক্ষোভ মিছিল পুলিশি বাঁধায় পণ্ড হয়ে গেছে। এ সময় পুলিশ মিছিল থেকে ৩ জন নেতাকে আটক করে নিয়ে যায়।  

আজ (২০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার) দুপুর ১২টার দিকে সাতক্ষীরা প্রেস ক্লাবের সামনে এ ঘটনা ঘটে।

আটক ৩ নেতা হলেন- জেলা বাসদের সমন্বয়ক নিত্যনন্দ সরকার, বাসদের সদস্য অ্যাডভোকেট খগেনন্দ্রনাথ সরকার ও প্রশান্ত কুমার রায়।

তফসিল ঘোষণার পূর্বে বর্তমান সরকারের পদত্যাগ, নির্বাচনকালীন নিরপেক্ষ তদারকি সরকার গঠনসহ ৪ দফা দাবিতে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বাম গণতান্ত্রিক জোট বিক্ষোভ মিছিল নিয়ে সাতক্ষীরা প্রেস ক্লাব থেকে নির্বাচন অফিসের দিকে রওনা হয়।  

news24bd.tv

কিন্তু প্রেসক্লাব থেকে বের হওয়ার পরপরই গোয়েন্দা পুলিশ (ডিবি) ও সদর থানা পুলিশ বাঁধা সৃষ্টি করে মিছিলটি পণ্ড করে দেয়। এ সময় বাম গণতান্ত্রিক জোটের ৩ নেতাকে আটক এবং ব্যানারটি ছিনিয়ে নিয়ে যায় পুলিশ।  

পরে পুলিশ প্রেস ক্লাবের সামনে অবস্থান নিলে বাম গণতান্ত্রিক জোটের নেতারা প্রেস ক্লাবের ভিতরে ঢুকে পড়ে।

 

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সরকার বিরোধী কর্মসূচি পালন করার অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে।


শাকিলা▐ অরিন▐ NEWS24 

সম্পর্কিত খবর