ইংল্যান্ডের কাছে হেরে এবার জার্মানির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

সংগৃহীত ছবি

ইংল্যান্ডের কাছে হেরে এবার জার্মানির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

অনলাইন ডেস্ক

কাতার বিশ্বকাপের পর থেকেই ব্যস্ত সময় পার করছে ব্রাজিল। বিশ্বকাপের পর দেশটির সিনিয়র দল একাধিক প্রীতি ম্যাচে মাঠে নামে। অন্যদিকে, ব্রাজিলের যুবারা দুর্দান্ত পারফরম্যান্স করে যাচ্ছে দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-১৭ চ্যাম্পিয়নশিপে। পুরুষ দলের পাশপাশি মাঠে ব্যস্ত সময় পার করছে ব্রাজিলের মেয়েরাও।

শক্তিশালী জার্মানির বিপক্ষে লড়াইয়ের লক্ষ্যে ইতোমধ্যেই দেশটিতে পৌঁছেছে ব্রাজিলের মেয়েরা।  

মাঠের পারফরম্যান্সে সর্বশেষ ম্যাচে পরাজয়ের তিক্ত স্বাদ পেয়েছে ব্রাজিলের মেয়েরা। প্রথমবারের মতো আয়োজিত নারী ‘ফিনালিসিমায়’ ইংল্যান্ডের কাছে পরাজিত হয় ব্রাজিল। ইংল্যান্ডের ওয়েম্বলিতে টাইব্রেকারে ব্রাজিলকে ৪-২ ব্যবধানে হারিয়েছে ইংল্যান্ডের মেয়েরা।

শিরোপা নির্ধারণী ম্যাচটি ১-১ সমতায় শেষ হলে খেলা গড়ায় টাইব্রেকারে। ইংলিশদের হয়ে জয়সূচক সফল কিকটি নেন ক্লো কেলি। গত বছর কেলির গোলেই জার্মানিকে হারিয়ে ইউরো জিতেছিল ইংল্যান্ড।

আরও পড়ুন : ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন ইংল্যান্ড

ইংল্যান্ডের কাছে পরাজয়ের রেশ না কাটতেই এবার জার্মানির বিপক্ষে মাঠে নামবে ব্রাজিলের মেয়েরা। শুক্রবার (৭ এপ্রিল) জার্মানিতে পা রাখে ব্রাজিলের মেয়েরা। জার্মানির উদ্দেশ্যে রওয়ানা দেওয়ার আগে দলের সাবস্টিটিউট ফুটবলারদের নিয়ে অনুশীলন ক্যাম্প করে ব্রাজিল। জার্মানিতে পৌঁছেও নিজেদের প্রথম অনুশীলন সম্পন্ন করেছে ব্রাজিল।  

উল্লেখ্য যে, মঙ্গলবার (১১ এপ্রিল) ব্রাজিলের স্থানীয় সময় দুপুর ১টায় (বাংলাদেশ সময় রাত ১০টায়) জার্মানির বিপক্ষে প্রীতি ম্যাচে মাঠে নামবে সফরকারীরা।  

news24bd.tv/আলী