আজ পাকিস্তান-আফগানিস্তান মুখোমুখি

পাকিস্তান-আফগানিস্তান মুখোমুখি আজ

আজ পাকিস্তান-আফগানিস্তান মুখোমুখি

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

দেখতে দেখতে সুপার ফোর পর্বে এশিয়া কাপ। প্রথমদিনই লড়বে পাকিস্তান-আফগানিস্তান। দু’দলেরই চোখ জয়ে। আবুধাবিতে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৫টায়।

হংকংয়ের বিপক্ষে ৮ উইকেটের জয়ে মিশন শুরু করে পাকিস্তান। তবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে পাত্তাই পায়নি সরফরাজ বাহিনী। স্রেফ উড়ে যায় তারা। চিরশত্রু পড়শির বিপক্ষে ৮ উইকেটের বড় ব্যবধানে হারে বর্তমান আইসিসি চ্যাম্পিয়নস ট্রফি জয়ীরা।

পাকিস্তানের মতো জয়ে আসর শুরু করে আফগানিস্তানও। শ্রীলংকাকে ৯১ রানে হারের লজ্জা দেয় আফগানরা। সেই জয় অব্যাহত রেখেছে আসগার বাহিনী। গ্রুপপর্বের শেষ ম্যাচে বাংলাদেশকে উড়িয়ে দিয়েছে তারা। টাইগারদের ১৩৬ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে উঠতি দলটি।

শ্রীলংকা-বাংলাদেশকে হারিয়ে সুপার ফোরে পা রেখেছে আফগানিস্তান। দুর্দান্ত ফর্মে আছেন শাহজাদ, রহমত শাহ, নবী, মুজিব, রশিদরা। শেষ চারে নিজেদের প্রথম ম্যাচ জিততে হলে তাই সেরাটাই দিতে হবে পাকিস্তানকে। অধিকন্তু জয়ে এ পর্ব শুরু করতে চায় আফগানরা।

অবশ্য পরিসংখ্যান পাকিস্তানের পক্ষে। এখন পর্যন্ত আফগানিস্তানের সঙ্গে দুটি ওয়ানডে ম্যাচ খেলেছে আনপ্রেডিক্টেবল দলটি। দুটিতেই জিতেছে। এর মধ্যে একটি লড়াই ছিল ২০১৪ এশিয়া কাপে। সেবার আফগানদের ৭২ রানে হারিয়েছিল পাকিস্তান।

NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর