ভূমধ্যসাগরে নৌকাডুবি, নিখোঁজ অন্তত ২০ শরণার্থী
ভূমধ্যসাগরে নৌকাডুবি, নিখোঁজ অন্তত ২০ শরণার্থী

সংগৃহীত ছবি

ভূমধ্যসাগরে নৌকাডুবি, নিখোঁজ অন্তত ২০ শরণার্থী

অনলাইন ডেস্ক

অবৈধভাবে সাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার সময়ে তিউনিসিয়ার উপকূলে ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে অন্তত ২০ জন শরণার্থী নিখোঁজ বলে জানিয়েছে আল জাজিরা।

প্রতিবেদনে দেশটির এক সরকারি কর্মকর্তার বরাতে বলা হয়, স্ফ্যাক্সের উপকূলে নৌকাটি ডুবে যাওয়ার পর উপকূলরক্ষীরা ১৭ জনকে উদ্ধার করেছে। যাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর।

এ নিয়ে সপ্তাহের ব্যবধানে কয়েক ডজন নিহতের খবর পাওয়া গেলো।

আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের দারিদ্র্য ও সংঘাত থেকে পালিয়ে ইউরোপে উন্নত জীবনের আশায় সমুদ্র দিয়ে পাড়ি জমায় এ অঞ্চলের মানুষ। সে জন্য আফ্রিকার দেশ লিবিয়াকে মধ্যমস্থল হিসেবে ব্যবহার করা হতো। তবে লিবিয়ার পরিবর্তে এখন তিউনিসিয়াকেই বেছে নিচ্ছে শরণার্থীরা।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক